• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৫৮। শনিবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ।

একিউআই স্কোর ১৫৭ নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের সান পাওলো শহরের স্কোর ১৫৪। চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি, স্কোর ১৪৭। আর ১৪৩ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে চিলির সান্তিয়াগো।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা।
প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ