• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

ধুনটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ জুন, ২০২৩

বগুড়ার ধুনটে আকুল শেখ (৩০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজন। এসময় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আকুল শেখ ওই গ্রামের মোহাজ্জেল শেখের ছেলে।

আহতরা হলেন- আকুল শেখের বাবা মোহাজ্জেল শেখ (৪৬), তার স্ত্রী পারুল খাতুন (২২) ও মৃত আজাহার আলীর স্ত্রী ফাতেমা বেওয়া (৬০)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘণ্টার পর প্রধান আসামি মনির হোসেন মোনেজ (২৩) নামের এক খামারিকে শেরপুর উপজেলার চান্দাইকোনা বিশ্বরোডের বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। মনির হোসেন মোনেজ শিমুলকান্দি গুচ্ছ গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মনির হোসেন মোনেজের বাড়ির পাশেই বিধবা ফাতেমা বেওয়ার (৬০) বসতবাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় ফাতেমার রান্না ঘরের চুলার ধোঁয়া মনিরের মুরগির খামারে গিয়ে লাগে। এতে মনির হোসেন ক্ষুব্ধ হয়ে বিধবা ফাতেমাকে মারধর করেন। এ সময় আকুল শেখ প্রতিবেশী মনিরের বাড়িতে গিয়ে ওই বৃদ্ধাকে মারপিটের প্রতিবাদ করে। তখন মনির ও তার লোকজন হামলা চালিয়ে দেশিয় তৈরি অস্ত্র দিয়ে কুপিয়ে আকুলকে হত্যা করে। সংবাদ পেয়ে নিহতের বাবা ও স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে। এ ঘটনায় নিহত আকুলের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মনির হোসেন মোনেজসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটক মনির হোসেন মোনেজকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ