• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে ব্যবসায়ীর লাশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, শুক্রবার (৮ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোলায়মান কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

স্বজনরা জানান, রাতে সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। সে সময় কেউ বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে।

পরিদর্শক আতাউর রহমান জানান, জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ