• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই বন্ধুর মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিসিক রাস্তার মাথায় রোববার (১৮ জুন) সকাল ৭টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে আরোহী দুই বন্ধু তারেক (২০) ও সজীব (১৯) মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বন্ধু বাবু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন তরুণ শনিবার সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে আসেন। রাতে তারা ফেনীতে অবস্থান করেন। রোববার সকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ এলাকায় ফিরছিলেন। ফেনী শহরতলীর বিসিক সড়কের মাথা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকলটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে। তাদের ফেনী সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: তারেককে মৃত ঘোষণা করেন। আহত সজীব ও বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীব মারা যান।

নিহত তারেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো: আবুল হোসেনের ছেলে এবং একই এলাকার আবদুল আউয়ালের ছেলে। আহত বাবু একই এলাকার আবদুল করিমের ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশী হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ