অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে আনতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এবার ঢাকার বাজারগুলোর কাঁচা মরিচের আড়তে মধ্যরাতে হানা দিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। এ সময় বাড়তি দামসহ নানা অভিযোগে দুটি আড়ৎ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কাঁচা মরিচের মূল্য তদারকির লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ২টি টিম রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার ও যাত্রাবাড়ী থ্রি স্টার সবজি বাজার এলাকায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে ঢাকা মহানগরীর বৃহৎ কাঁচা মরিচের আড়তে পাইকারি বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে কারওয়ান বাজারে এক ঘণ্টার ব্যবধানে কেজি প্রতি পাইকারি মূল্য ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের ক্যাশ মেমো ঠিক মতো প্রদান না করায় ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।