পাটনার পর বেঙ্গালুরুতে বৈঠকে বসছে ভারতের বিরোধী দলগুলোর জোট। সোমবার থেকেই এই বৈঠকের সূচনা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক হবে মঙ্গলবার।
সোমবার বেঙ্গালুরু যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘরোয়া আলাপচারিতায় দীর্ঘ দু’বছর পর মুখোমুখি হবেন সোনিয়া ও মমতা।
মমতার ফর্মুলা মেনে পাটনায় নীতীশ কুমারমহাজোটের উদ্যোগ নিয়েছিলেন। পাটনায় সিদ্ধান্ত হয়েছিল পরের বৈঠক হবে সিমলায়। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তা সরিয়ে আনা হয়েছে বেঙ্গালুরুতে। এবারের বৈঠকের নেতৃত্বে রয়েছে কংগ্রেস।
কিছুদিন আগেই কর্নাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছে। বিজেপি প্রবল ধাক্কা খেয়েছে। সেই কারণে কর্নাটকের মাটিতে বিরোধীদের এই বৈঠকের তাৎপর্য অন্যরকম। এতে বাড়তি মাত্রা যোগ করেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতি।
এবারের বৈঠকে আরও ৮টি দল নতুন করে জোটে যোগ দিচ্ছে। সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে ভারতের ২৪টি দল একজোট হচ্ছে এই বৈঠকে। শেষ পর্যন্ত বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ)।
আগের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জোট গঠন প্রক্রিয়া নিয়ে। কেন বিজেপিকে হারাতে সব বিরোধী দলকে জোট বাঁধতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এবারের বৈঠকে নীতি নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়েছে, কী ফর্মুলায় জোট হবে, কীভাবে আসন ভাগ হবে, এই আলোচনা হতে পারে। কীভাবে জোট এগোবে, কী হবে জোটের নামকরণ– এসব দ্বিতীয় বৈঠকে ঠিক হবে।