মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান স্যুর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম এস জয়শঙ্কর। ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিদেশীয় মহাসড়ক প্রকল্পসহ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নিয়ে তাঁরা কথা বলেছেন। মেকং গঙ্গা কো-অপারেশন (এমজিসি) বৈঠকে অংশ নিতে গত শনিবার জয়শঙ্কর সরকারি সফরে থাইল্যান্ডে যান। সেখানে তিন দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।
কৌশলগত এই মহাসড়ক মিয়ানমার হয়ে থাইল্যান্ডের মায়ে সোটের সঙ্গে ভারতের মণিপুরের মোরেহকে যুক্ত করবে। এক হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। এস জয়শঙ্কর বলেন, মিয়ানমারের পরিস্থিতির কারণে ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পটি খুবই কঠিন ছিল।