• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

রাজশাহী মহানগরীর সিটি বাইপাসের বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবলীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনার পর ওই অ্যাম্বুলেন্সে করে দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান।

নিহতরা হলেন, নগরীর কোর্ট গুড়িপাড়ার সিরাজ উদ্দিনের ছেলে ও রাজশাহী মহানগর যুবলীগের সদস্য মামুনুর রশিদ মামুন (৪৫) এবং মতিহার থানার শ্যামপুর এলাকার মাজদার আলীর ছেলে মন্টু (৩৫)।

ওসি জানান, নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার দবির উদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ সময় বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এর ফলে মোটরসাইকের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে ওই অ্যাম্বুলেন্সে করে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতা-কর্মীরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ