• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

কীটনাশকের সমালোচনাকারীরা কীটতত্ত্ববিদ নন, ব্যবসায়ী: মেয়র তাপস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যারা সিটি করপোরেশনের কীটনাশকের সমালোচনা করছেন তারা কেউ কীটতত্ত্ববিদ নন, তারা ব্যবসায়ী। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আশেপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢালাওভাবে বলা যে, এটা কাজ করছে না, ওটা করছে না—আমার ফলাফলই তো আমাকে বলে দিচ্ছে কোনটা কাজ করছে!’

তিনি বলেন, ‘আমার কীটনাশক যদি কাজ না করতো তাহলে এই ভরা মৌসুমে ১০০ এর নিচে রোগী রাখা; কোনো দেশই তো পারছে না! যারা এই কথাটা বলছেন, ওনারা আসলে কীটতত্ত্ববিদ না।’

তিনি আরও বলেন, ‘ওনারা আসলে বিভিন্ন কীটনাশক বিক্রি করে চক্র সৃষ্টি করেছিলেন ঢাকা সিটি করপোরেশনে। সেই একটি চক্র।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ