• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার দু- মাস পর স্বামী আটক।

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
প্রতীকি ছবি

তুষার আহম্মেদ কালিয়াকৈর( গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার দু-মাস পর স্বামী মাসুদ রানা(৪৫) কে আটক করেছে র্্যাব-১। ঘটনার বিবরনে জানা যায, উপজেলার মৌচাক এলাকায় ভাড়া থেকে চাকরির সুবাদে মাসুদ রানার(৪৫) সাথে ঐ এলাকার হাফিজা আক্তারের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পাঁচ বছর পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে হাফিজা আক্তার জানতে পারেন তার স্বামী মাসুদ রানার পূর্বের সংসার ও সন্তানাদি রয়েছে।

এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত ২৬/৬ / ২৩ তারিখেও মাসুদ রানা এবং তার স্ত্রী হাফিজ আক্তারের সাথে এ নিয়ে দ্বন্দ্ব হয়। পরে মাসুদ রানা তার স্ত্রী হাফিজাকে শ্বাসরুদ্ধ ও পিটিয়ে হত্যা করে রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে দরজার বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়। ঐদিনই হাফিজার বাবা হাসেম সিকদার তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও পুলিশ হত্যা মামলা নেয়নি।

গত কয়েকদিন আগে হাফিজার পোস্ট মরটেম রিপোর্ট হাতে আসলে সেখানে হত্যাকাণ্ডের বিষয়টি চলে আসে। পরে গাজীপুর র্্যাব ওয়ানের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামি মাসুদ রানা কে সাভারের আশুলিয়া থেকে গত শনিবার রাতে গ্রেফতার করে। আসামি মাসুদ রানা র‍্যাব এর কাছে তার স্ত্রী হাফিজাকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।আসামি মাসুদ রানা (৪৫) জামালপুর জেলার মেলান্দহ থানার টুপকার চর গ্রামের মৃত ওহেজ উদ্দিনের ছেলে। র্্যাব-১ কে জানায়, আসামি মাসুদের নামে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। এবং তার পূর্বের সংসারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ