• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

রূপগঞ্জে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি উৎপাদন বাড়াতে রূপগঞ্জের কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ‘অনাবাদি জমি আবাদি করি, খালি রাখব না এক টুকরোও জমি’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন ও বসতবাড়ির পতিত জায়গায় সবজি উৎপাদনসহ কৃষি উৎপাদন বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসে উপজেলা পরিষদের উদ্যেগে এসব বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার নির্বাহী ফয়সাল হক, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, পানিউন্নয়ন বোর্ড প্রকৌশলী এনামুল হক, অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা. ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোয়াজ্জেম হোসেন, উপসহকারী অফিসার কৃষি ইলিয়াস ভুঁইয়া।

কৃষিতে পানি সেচের জন্য একটি সামারসিবল, ৪টি ফুট পাম্প, ২০টি ন্যাসেক স্প্রে, ১ হাজার পিস সেক্স ফেরোম্যান ফাঁদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ