• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

অরুণাচলকে নিজেদের দাবি চীনের, ভারতের প্রতিবাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখণ্ড নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে চীন। চীনের রাষ্ট্র-চালিত মিডিয়া আউটলেট গ্লোবাল টাইমস সোমবার সোশ্যাল মিডিয়ায় চীনের মানচিত্রের নতুন সংস্করণ প্রকাশ করে। সোমবার এই মানচিত্র প্রকাশের পরই তীব্র প্রতিবাদে সরব হয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণায় জানিয়েছে, চীনের এই ধরনের পদক্ষেপের কারণেই সীমানা নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। এদিকে, চীনের মানচিত্রের নতুন সংস্করণে অরুণাচল প্রদেশ, আকসাই চীন অঞ্চল, তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চীন সাগর তাদের দেশের সীমানার অধীনে দেখানো হয়েছে। মানচিত্রটি চীন ও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সীমানা অঙ্কন পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, আমরা আজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের ২০২৩ সালের মানচিত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। এতে তারা নিজেদের অধীনে ভারতের ভূখণ্ডকে দেখিয়েছে। আমরা এগুলো প্রত্যাখ্যান করছি। কারণ এর কোনো ভিত্তিই নেই। চীনের এই ধরনের পদক্ষেপের কারণে সীমানা সমস্যা ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।
এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সীমান্ত বিবাদেও বরাবর নিজেদের এলাকার বিষয়ে অটল থেকেছে ভারত। দেশটির সরকার সবসময়ই জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। সূত্র : আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ