• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

নিজের বেতন ৪ লাখ রুপি বাড়াতে চান পাকিস্তানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

পাকিস্তানে অর্থনৈতিক সংকটে ভুগছে বলে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি। দুই ধাপে প্রায় চার লাখ বেতন বৃদ্ধি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

পাকিস্তানী গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, অফিসিয়াল নথির তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ও ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর অর্থাৎ দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন ড. আরিফ আলভি।

বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন পান। তবে তিনি দুই ধাপে বেতন বাড়িয়ে ২০২১ সালের জুলাই থেকে মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি এবং ২০২৩ সালের জুলাই থেকে মাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ রুপি করার দাবি জানিয়েছেন।

জিও টিভি জানায়, চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট আরিফ আলভি তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বেতন ভাতা এবং সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে একটি চিঠি দেন। চিঠিতে তিনি বেতন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে প্রেসিডেন্টের বেতন বৃদ্ধির বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। আর এই দাবি কার্যকর হলে প্রেসিডেন্ট আরিফ আলভি ২০২১ সালের জুলাই ও ২০২৩ সালে জুলাই থেকে বর্ধিত বকেয়া বেতনের অর্থও পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ