• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

আইসিসি থেকে বড় শাস্তি পেলেন সিকান্দার রাজা,

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সিকান্দার রাজা। মাঠে এক পর্যায়ে ক্যাম্পারকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন তিনি। এমন কাণ্ডে এবার আইসিসি থেকে শাস্তি পেলেন এই রোডেশিয়ান অলরাউন্ডার।

ঘটনার শুরু জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে। আইরিশ পেসার জস লিটল রাজাকে বারবার স্লেজিং করছিলেন। প্রথম ৪ বল পর্যন্ত রাজা চুপচাপই ছিলেন। কিন্তু পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার পথে লিটল মাঝে এসে দাঁড়ালে রেগে যান রাজা। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় সতীর্থ লিটলের হয়ে রাজার সঙ্গে তর্ক জুড়ে দিতে ছুটে আসেন ক্যাম্ফার। এতেই মেজাজ হারিয়ে ব্যাট হাতে ক্যাম্ফারের দিকে তেড়ে যান জিম্বাবুয়ে অধিনায়ক। তাসকে থামাতে ছুটে আসতে হয় দুই অনফিল্ড আম্পায়ার ফরস্টার মুটিজওয়া ও আইনো চাবিকে।

পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংও। দুই অধিনায়ক আলোচনার পর পরিস্থিতি ঠান্ডা হলে আবার খেলা শুরু হয়। তবে মেজাজ হারানোয় বড় শাস্তিই পেলেন জিম্বাবুয়েইন অধিনায়ক।

আইসিসি দুই ম্যাচের জন্য রাজাকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে এই অলরাউন্ডারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। দেওয়া হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট। দুই ডিমেরিট পয়েন্ট পাওয়ায় রাজার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে চারে। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাজা।

ঘটনায় জড়িত থাকা দুই আইরিশ ক্রিকেটার কার্টিশ ক্যাম্ফার ও জশ লিটলকেও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট, যেটা ২৪ মাসের মধ্যে তাদের প্রথমবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ