• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

মুস্তাফিজের জায়গায় শফিউল জানেন না পেসার নিজেই!

আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া শফিউল ইসলামের আবার দক্ষিণ আফ্রিকায় আসাটা অনেকটাই নিশ্চিত। চোট পাওয়া মুস্তাফিজুর রহমানের রহমানের জায়গায় দলে ফিরতে পারেন এই পেসার।
নতুন আশা নিয়ে নতুন শহরে এসেছে বাংলাদেশ। কিম্বার্লি থেকে বিকালে কেপ টাউনে এসে পৌঁছায় মাশরাফি বিন মুর্তজার দল। এখানেই পার্লে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। কেপ টাউন থেকে গাড়িতে ৪০ মিনিটের পথ পার্লের বোল্যান্ড স্টেডিয়াম। ছোট্ট শহরটিতে না থেকে কেপ টাউনে থেকে অনুশীলন করতে ও ম্যাচ খেলতে পার্লে আসবে মাশরাফির দল।
দেরি করে কেপ টাউনে পৌঁছানোয় ঐদিন মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, আজ চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নেওয়া হবে। এরপর বাঁহাতি পেসারের স্ক্যান করানো হবে, ‘ওর জায়গায় শফিউল আসবে। সে ওয়ানডে না টি-টোয়েন্টির জন্য, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
তবে এ ব্যপারে কিছুই জানেন না বলে জানান সফিউল নিজেই! অ্যাঙ্কেল ইনজুরির কারনে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলী হিসেবে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা পেসার শফিউল ইসলামকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর খবর পাওয়া যায়। কিন্তু টেস্ট সিরিজের পর দেশে ফেরা শফিউল নাকি বদলী হিসেবে স্কোয়াডের সাথে যোগ দেয়ার কথা জানেন না! তিনি বলেছেন, ‘আমি জানি না আমি যাচ্ছি কী না।’ নিশ্চিত করে কোন খবর জানাতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানও। তার ভাষায়, ‘ওর যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা প্রসেসিং করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ