• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

৭৯৫৫৯ হজযাত্রী সউদী পৌঁছেছেন, মৃত্যু ১৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী সউদী আরবে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (১১ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সউদীতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার হাজার ২৯৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৭৪ হাজার ২৬২ জন।

বাংলাদেশ থেকে ২০১টি ফ্লাইটে এসব হজযাত্রী সউদী পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সউদী এয়ারলাইনসের ৬৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, সউদী আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জন পুরুষ এবং একজন নারী।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সউদীর উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ