• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

আজ মাধ্যমিক স্কুল ও কলেজ খুলল, ৩ জুলাই খুলবে প্রাথমিক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুন, ২০২৪
ফাইল ছবি

দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার খুলেছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৩ জুলাই খোলার কথা থাকলেও বছরব্যাপী পাঠদানের কর্মদিবস কমে যাওয়ায় গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে আজই খুলে দেয়া হয়েছে। তবে প্রাথমিকের ছুটি কমানো হয়নি। তাই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলবে যথারীতি ৩ জুলাই।

শিক্ষাপঞ্জি অনুসারে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন। যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই ছুটি কমিয়ে দিয়েছে। এই ছুটি সংক্ষিপ্ত করার ব্যাখ্যাও দেয় মন্ত্রণালয়।

ছুটি সংক্ষিপ্ত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া যুক্তিমতে, অতি শীত ও অতি তাপদাহের কারণে বছরব্যাপী কমেছে পাঠদানের কর্মদিবস। এদিকে এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে কর্মদিবস আরও কমে যাচ্ছে। তাই এবারের গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়ে দেওয়া হয়।

অন্যদিকে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ছুটি কমলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তমতে, শিক্ষাপঞ্জি হিসেবে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। যথারীতি শুরু ক্লাস শুরু হবে ৩ জুলাই।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।”

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ