• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিতে যাওয়ার চেষ্টাকালে বাধা দিচ্ছে পুলিশ। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা ছাত্রদের কর্মসূচি ঠেকাতেই এতো সতর্কতা পুলিশের। পুলিশের একটি সূত্রের বরাতে জানা গেছে এসব তথ্য।

জানা গেছে, মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশের চারদিকেই অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে কাউকেই সড়কে দেখা যায়নি। যারাই সড়কে যেতে রওনা হন তাদেরই আটকে দিচ্ছে পুলিশ। এদিকে আনসার ক্যাম্প এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, পুলিশের অবস্থানের খবর আমরা জেনেছি। কেন্দ্রে থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। কেন্দ্র যা সিদ্ধান্ত দেবে আমরা তাই মানব।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে। হামলাও করেছে। কয়েকজন ছাত্র আহত হয়েছে। আমাদের ওপর অতর্কিত হামলা করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, আজ শিক্ষার্থীদের রাস্তায় উঠতে দেয়া হবে না। সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ