• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

উত্তরায় শিক্ষার্থীদের বেধড়ক পিটুনিতে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

রাজধানীর উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম কনস্টেবল উত্তম। তাকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিলেন। এমন সময় গাড়িতে থাকা র‍্যাবের গাড়িচালক কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারপিট করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রথমে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানান লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ