• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করছেন রাস্তায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন মোড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বিজয় সরণি ও জিয়া উদ্যান মোড়ে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে এ দুই মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ এ দুই মোড় মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে জট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টা এ দুই মোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।

এদিকে সকাল থেকে নগরীর কোথাও কোনো ট্রাফিক, পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ