• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

আজ জাবির হল খুলেছে, রোববার ক্লাস শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো আজ বুধবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে খুলে দেওয়া হয়েছে। নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। তবে ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী রোববার (১১ আগস্ট) থেকে।

আজ বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. আবু হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বুধবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামী রোববার হতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতরা কোনোভাবেই হলে থাকতে পারবেন না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয় অফিস আদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ