শাহাদাত্ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেত্রী ববিতার সাথে প্রথমবার অভিনয় করেন সাইমন সাদিক। এবার চলচ্চিত্রের আরেক কিংবদন্তী নায়িকা সূচরিতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সাইমন।
নির্মাতা বদিউল আলম খোকনের নতুন চলচ্চিত্র ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রে সূচরিতার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। আগামী ২১ নভেম্বর ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল ববিতা ম্যাডামের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করার। সেই স্বপ্ন পূরণ করেছিলেন লিটন ভাই। এবার সূচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনিও অনেক বড়মাপের একজন শিল্পী। আমি সবসময়ই সিনিয়রদের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করতে দারুণ আগ্রহবোধ করি। কারণ তাদের কাছে অভিনয়ের অনেককিছুই শেখার থাকে। সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি শুধু অভিনয় করেই নয়, গল্প করেও।’
এদিকে, গতকাল সারাদিন রাজধানীর তিনশো ফুট’-এ শফিক হাসানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাইমন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পরীমনি।