• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

নিরবচ্ছিন্ন বিদ্যুতই শিল্পে বড় বাধা আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

নিরবচ্ছিন্ন বিদ্যুতকে প্রধান সমস্যা উল্লেখ করেছে বাংলাদেশের ৫৩ ভাগ ব্যবসায়ী। অথচ কম্বোডিয়ার ৬ শতাংশ এবং ভূটানের ১২ ভাগ ব্যবসায়ীর জন্য এটি প্রধান সমস্যা। বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও শহর-গ্রামে বিদ্যুৎ প্রাপ্ততার ব্যবধান অনেক বেশি। ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে প্রতিবছর গড়ে ২০ থেকে ৩০ ভাগ বিদ্যুৎ সংযোগ বাড়াতে হবে।
বিদ্যুৎ ব্যবহারে শহর ও গ্রামাঞ্চলের ব্যবধান অন্যান্য স্বল্পোন্নত (এলডিসি) দেশের তুলনায় বাংলাদেশে বেশি। শহরাঞ্চলে ৮৪ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেলেও বাংলাদেশের গ্রামে মাত্র ৫১ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। ২০১৪ সালের হিসেবে বাংলাদেশে মাত্র ৬০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। দেশে যে জ্বালানি ব্যবহার করা হয় তার ৬১ ভাগ গৃহস্থলীর কাজে ব্যবহার করা হচ্ছে। শিল্প খাতে মাত্র ২১ ভাগ ব্যবহার করা হচ্ছে। তবে সৌর বিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ২০১৬ সালে প্রায় ১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান হয়েছে এই খাতে।
ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) ‘এলডিসি ২০১৭ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার একযোগে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আঙ্কটাডের পক্ষে ঢাকায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের প্রতিবেদনের বিষয় হলো ট্রান্সফরমিং এনার্জি এক্সেস বা রূপান্তরমুখী জ্বালানি প্রাপ্যতা। প্রতিবেদনে বাংলাদেশের ২০১৪ সালের বিদ্যুৎ-সুবিধার তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। মূল উপস্থাপনায় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হতে হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানিখাতে বিপুল পরিমাণ দেশি-বিদেশী বিনিয়োগের প্রয়োজন। গৃহস্থালীর তুলনায় শিল্প ও সেবাখাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সুশাসনের সঙ্গে সুলভমূল্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। এজন্য বাংলাদেশকে শুধু সরকারি বিনিয়োগের ওপর নির্ভরশীল না থেকে বেসরকারিখাত ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, জ্বালানির ব্যবহারের সাথে নারীর ক্ষমতায়নের বিয়টিও যুক্ত। বিশেষ করে টেক্সটাইল খাতে বাংলাদেশে প্রচুর নারী কাজ করছেন। এ খাতের সম্প্রসারণের মাধ্যমে নারীর ক্ষমতায়নও বাড়ানো সম্ভব। এজন্য জ্বালানির বিষয়টি নিশ্চিত করতে হবে।
এক প্রশ্নের জবাবে ড. ফাহমিদা খাতুন বলেন, প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সাল নাগাদ এসডিজি অর্জনে বিদ্যুত্খাতে এলডিসিভূক্ত দেশগুলোর জন্য ১২ থেকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। সুনির্দিষ্টভাবে বাংলাদেশকে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে, এখানে তার উল্লেখ নেই।
প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশের ৫৩ শতাংশ ব্যবসায়ী বলছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্যতাই তাদের প্রধান সমস্যা। অথচ কম্বোডিয়ার ৬ শতাংশ এবং ভূটানের ১২ ভাগ ব্যবসায়ী এই কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ১০ বছরে বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে অবকাঠামো খাতে। আর বিদ্যুৎ খাতে প্রয়োজন ১১ থেকে ১৭ বিলিয়ন ডলার। তিনি বলেন, ২০১৫ সালের এক হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু গড় জ্বালানি ব্যবহার মাত্র ২২২ কেজি। অথচ এলডিসিভুক্ত দেশগুলোর গড় জ্বালানির ব্যবহার ৩৬৪ কেজি। এ থেকেই স্পষ্ট যে বাংলাদেশ এখনও জ্বালানি ব্যবহারে কতটা পিছিয়ে রয়েছে। তিনি বলেন, দেশে যারা বিদ্যুৎ পাচ্ছে না তাদের ৮০ ভাগ গ্রামাঞ্চলে বাস করছে, আর আফ্রিকায় এই হার মাত্র ৫০ ভাগ। বিদ্যুতের ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভুটান, ভানুয়াতু, কম্বোডিয়ার মতো দেশ। বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। সরকার বিদ্যুতের জন্য যে মাস্টার প্লান করেছে তার বড় চ্যালেঞ্জ হলো স্বল্প খরচে জ্বালানি নিশ্চিত করা। সরকার যে এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে তাতে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেশি হবে। তিনি বলেন, স্বল্প মেয়াদে রেন্টাল, কুইক রেন্টাল এসব থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদনের দিকে এগুতে হবে।
২০৩০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে এলডিসিগুলোর জন্য চারটি সুপারিশ করেছে আঙ্কটাড। এগুলো হলো শক্তিশালী বিদ্যুৎ-কাঠামো ব্যবস্থা গড়ে তোলা, সুশাসন ও অর্থায়ন নিশ্চিত করা, উন্নয়নের কৌশল হিসেবে জ্বালানি খাতকে প্রাধান্য দেওয়া এবং আন্তর্জাতিক সহায়তা নেওয়া।
বিভিন্ন প্রশ্নের জবাবে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ২০৩০ সালে এসডিজি লক্ষ্য অর্জন এবং ২০৪১ সালের মধ্যে যে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য রয়েছে, তাতে জ্বালানি খাতের বড় ভূমিকা রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য এবং অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য জ্বালানি উৎপাদন হতে হবে সুলভ মূল্যে, সুশাসনের সঙ্গে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার হচ্ছে গৃহস্থলী কাজে। অথচ এটি হওয়া উচিত ছিলো শিল্পখাতে। বাংলাদেশে ২০৪১ সাল নাগাদ ৫৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে, এই পরিমাণ বিদ্যুৎ ইন্দোনেশিয়া এখনই উৎপাদন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ