• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চিরকুট সহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ফিলিস্তিনের গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করল বিএনপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না গাজায় গণকবর থেকে প্রায় ৪০০ মরদেহ উদ্ধার দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে না, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষো হংকং, সিঙ্গাপুরের পর ইইউতে ভারতীয় ৫২৭ পণ্যে মিলেছে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক

রেকর্ড গড়ার পথে টেইলর সুইফট!

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

প্রায় ৩ বছর পর টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘রেপুটেশন’ আসছে। এর আগে ২০১৪ সালে প্রকাশ পায় টেইলর সুইফটের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘নাইন্টিন এইট্টি নাইন’। যা ব্যাপক সাড়া জাগায় বিশ্বব্যাপী। অ্যালবামটি প্রকাশের প্রথম সপ্তাহেই বিক্রি হয় প্রায় ১২ লাখ কপি। এবার ধারণা করা হচ্ছে, সুইফটের রেপুটেশন বিক্রির দিক দিয়ে রেকর্ড গড়বে। অ্যালবামটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। তবে প্রকাশের আগেই অগ্রিম অর্ডার পড়েছে ৪ লাখ। যা টেইলর সুইফের অন্য কোন অ্যালবামের ক্ষেত্রে ঘটেনি।

নতুন অ্যালবাম প্রসঙ্গে টেইলর সুইফট বলেন, ‘আমি দর্শকদের জন্য গান করি। তারা সাড়া দেয় বলেই আমি অনুপ্রেরণা পাই। অ্যালবাম প্রকাশের আগেই তারা এত সাড়া দেবে আমি ভাবতেই পারিনি। সবাইকে আমার ভালোবাসা। আর ভক্তদের কাছে আমি বরাবরের মতো কৃতজ্ঞ।’

নতুন অ্যালবামে কী চমক থাকছে? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভক্তদের চাহিদা পূরণের পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি নতুন কোনো চমক দেওয়ার। আমার ষষ্ঠ অ্যালবামটিতেও আমি তেমন কিছু চমক রাখছি। তবে কি চমক থাকছে সেটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। চমক দিতে আমি প্রস্তুত! তোমরা প্রস্তুত তো?’ এখন পর্যন্ত টেইলর সুইফট ৩টি গান নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সর্বশেষ করেছেন গর্জিয়াস শিরোনামের একটি গান নিয়ে। ‘রেপুটেশন’-এর তৃতীয় গান ‘গর্জিয়াস’। আগের দুটি গান ছিল ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ এবং ‘রেডি ফর ইট’। ‘রেপুটেশন’ টেইলরের ষষ্ঠ একক অ্যালবাম।

প্রসঙ্গত, কিছুদিন আগে টেইলর সুইফট তার ১০০জন ভক্তকে বাসায় ডেকে এনে অপ্রকাশিত অ্যালবামের গানগুলো শুনিয়েছেন। তখন তিনি বলেছিলেন, আমার জীবনে এমনকিছু ভক্ত আছে, যাদেরকে ছাড়া আমার চলার পথ খুবই কঠিন। আর তাদেরকে নিয়ে আড্ডা দেওয়ার সময় হয় না। তাই হুট করেই সময় বের করে নিলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ