• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:

শান্তিপূর্ণ কর্মসূচি অফিসে বসে করুন: ওবায়দুল কাদের

আপডেটঃ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতির মামলায় দণ্ডিত দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন ঘরে বা কার্যালয়ে করার পরামর্শ দিয়ে বলেছেন, ‘আপনারা (বিএনপি) শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু রাস্তা বন্ধ করে কোনো সভা-সমাবেশ করা যাবে না। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে ঘরে-অফিসে করুন, রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?
রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংঘাতের দিকে নিতে সরকার উসকানি দিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগের মধ্যে এবার ওবায়দুল কাদেরের এই পরামর্শ এল।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের আরো বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের নামে অশান্তি পূর্ণ ক্ষেত্র তৈরি করছেন। ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার মত কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন?’
খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। খালেদা জিয়ার জেলে থাকা শর্ট, মিড না লং টার্ম হবে তার সিদ্ধান্তও নেবে আদালত।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত যদি জামিন দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই।’
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে অংশ গ্রহণ করলেও আমাদের কিছু করার নেই। যদি আদালত অনুমতি দেয়। এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।’ ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া জামিন পেলে নিয়ম অনুযায়ী পাবেন। না পেলে আদালত দেখবেন। এখানেও সরকারের কোন প্রকার হস্তক্ষেপ নেই।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও সংসদ সদস্য ইমরান আহম্মেদ, একাব্বর হোসেন, নূর জাহান বেগম মুক্তা, প্রকৌশলী ফজলুল হক,  আবু সালেহ মো. সাঈদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ