• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

আগামী বিশ্বকাপে টাইগারদের সাফল্য নিয়ে সন্দিহান বিসিবি সভাপতি!

আপডেটঃ : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের সূচি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। এবার কোনো গ্রুপ নেই। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। তাই ভক্তদের মনে প্রশ্ন টাইগাররা কী পারবে নকআউট পর্বে পা রাখতে? অবশ্য আগামী বিশ্বকাপে বাংলাদেশের বড় সাফল্য নিয়ে সন্দিহান স্বয়ং বিসিবি সভাপতি।
শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান তার সন্দেহের একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত ভালো করবে, এটা বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক দলই ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার—ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের পুরো দল এখনো প্রস্তুত নয়। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’
আরও একটি কারণে আশাবাদী হতে পারছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমাদের বেশির ভাগ সাফল্য দেশে বা উপমহাদেশে। উপমহাদেশের বাইরে খুব বেশি সাফল্য পাইনি। যেহেতু বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে, কী করা উচিত আমরা জানি, চেষ্টা করব। তবে সাফল্য নির্ভর করছে আমাদের ছেলেরা কেমন করছে আর প্রতিপক্ষ কেমন করছে সেটির ওপর। এটা একদিনের খেলা। যেদিন যে ভালো খেলবে সে জিতবে। তবে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে।’
এদিকে ছয় মাস হল টাইগারদের প্রধান কোচ নেই। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার এত দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর জায়গায় কাউকে আনতে পারেনি বিসিবি। তাই কোচ নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান অবশ্য জানালেন, ‘কোচের ব্যাপারটি অনেক দূর এগিয়েছে। কোচের ব্যাপারে অবশ্যই অগ্রগতি হয়েছে। চুক্তিপত্র সই হয়ে হাতে না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আশা করি হয়ে যাবে। ওটা (চুক্তিপত্র) হাতে পেলেই হয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ