• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

বিএনপির ঐক্যের উদ্যোগ রাজনীতিতে অশনি সংকেত: ইনু

আপডেটঃ : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতারা বঙ্গবন্ধুর খুনীসহ সকল অপরাধীদের নিয়ে যে ঐক্য করার উদ্যোগ নিয়েছে তা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত।
তিনি বলেন, রাজাকার, দুর্নীতিবাজ, খুনী, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সকল অপরাধীদের একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতৃবৃন্দ। এটি দেশের রাজনীতির ঐক্য নয়, উল্লেখ করে ইনু বলেন, এটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনর নেতৃত্বে ধারাবাহিক ভাবে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশটাকে বের করা হচ্ছে এবং সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যার বিচারসহ অন্যান্য বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে।
এ রকম একটি প্রেক্ষাপটে বিএনপি নেতারা বঙ্গবন্ধুর খুনীসহ সকল অপরাধীদের নিয়ে একটা ঐক্য করার উদ্যোগ নিয়েছে বলে বলেন তথ্যমন্ত্রী।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ