• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে না: এরশাদ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়। এতগুলো লোক নিয়ে কখনোই সংলাপ সফল হয়না। এই সংলাপ ফলপ্রসূ হবে না।’
বৃহস্পতিবার রংপুর পর্যটন মোটেলে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নেতৃত্বহীন বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।’
জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন করব। প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রস্তুতিও আছে।’
এ সময় তিনি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলেন, ‘আমরা শুরু থেকে ইভিএম ব্যবহারের পক্ষে ছিলাম। এটার ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনো তেমনভাবে কিছুই জানেন না।’
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির রংপুর জেলা জাপার যুগ্ম সসম্পাদক  আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেল ৩টায় চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাটে এক পথসভায় বক্তৃতা করেন হুসেইন মুহম্মদ এরশাদ। পরে সন্ধ্যায় রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ