• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:

এবার শেষ চান্স, শেষ পরীক্ষা: মওদুদ আহমদ

আপডেটঃ : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

এবার ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ আগামীতে ব্যর্থ রাষ্ট্রে হিসেবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, এবার শেষ চান্স, শেষ পরীক্ষা। দরকার হলে আপনাদেরকে লড়াই করে ভোট দিতে হবে। যারা আপনাদেরকে বাধা দেবে, তাদেরকে প্রতিহত করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এছাড়া কোনো বিকল্প থাকবে না।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে পড়েছে এই সরকার। এ সরকার বুঝতে পেরেছে, ধানের শীষের জোয়ার উঠলে নৌকা অনেক দ্রুত ভেসে চলে যাবে। এই জিনিসটা তারা হৃদয়ঙ্গম করতে পেরেছে।

আরো পড়ুন: টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উইং কমান্ডার আরিফ নিহত

মওদুদ আহমদ বলেন, পরাজয়ের ভয় থেকেই দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। তা না হলে এটা করার কথা নয়। কেন তারা এখনও গ্রেফতার করবে? এত কিছু করার পরও এমনও হতে পারে যে, বিএনপির জয় দেখে আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে সরে চলে যাবে।

এবারের নির্বাচনে ধানের শীষের জোয়ার ঠেকাতে সরকারের কোনো নীলনকশাই কাজে আসবে না বলে হুশিয়ারি জানান তিনি।

আরো পড়ুন: বিএনপির মনোনয়নপ্রত্যাশী খুন: দলীয় কোন্দল দেখছেন ওবায়দুল কাদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ