• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

রাজশাহী কিংসের কোচের দায়িত্বে ভেট্টরি

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। আগামী দু’বছরের জন্য রাজশাহী কিংসের দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী ভেট্টরি। । রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জাননো হয়েছে।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিজবেন হিট ও ইংল্যান্ডের টি-২০ ব্ল্যাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্ব পালন করছেন ভেট্টরি।
রাজশাহী দলের পক্ষ থেকে প্রধান নির্বাহি তাহমিদ হক বলেন, ‘বিশেষজ্ঞ কোচের অভিজ্ঞতা থেকে রাজশাহী কিংসকে সহায়তা করবে ভেট্টরি। তার কাছ থেকে স্থানীয় খেলোয়াড়দের শিখতে হবে এবং দক্ষতা প্রয়োগ করতে হবে।’
১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ভেট্টোরি। টেস্টে ৩৬২, ওয়ানডেতে ৩০৫ ও টি-২০তে ৩৮ উইকেট শিকার করেন ভেট্টোরি।
২০১৬ ও ২০১৭ সালে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেন দেশীয় সরওয়ার ইমরান। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ