চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নরেন্দ্রপুর (মোন্নাপাড়া) গ্রামে চরবাগডাঙ্গা টু শাজাহানপুরগামী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে জনৈক মোঃ তরিকুল ইসলামের বাঁশঝাড়ের ভিতর একজন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী অবৈধভাবে হেরোইন ও চোরাচালানকৃত ভারতীয় রুপি লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে ১। মোঃ আলম (৪২), পিতা-মোঃ লুৎফর, সাং-হাকিমপুর, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে (১) হেরোইন-০১ কেজি ৫৮ গ্রাম (মূল্য-০১ কোটি টাকা), (২) ভারতীয় রুপি-২,০০,০০০ (দুই লক্ষ) রুপি, (৩) মোবাইল সেট-০১ টি এবং (৪) সীম কার্ড-০২ টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ সংক্রান্তে তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানকৃত ভারতীয় রুপি সহ বিভিন্ন দেশের মুদ্রা ব্যবসার সাথে জড়িত ।এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।