রংপুর অফিস॥
রসিক নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী নিয়ে কোন্দল থাকার পরও তা কাজে লাগাতে পারছে না আওয়ামী লীগ ও বিএনপি। জাপার দলীয় প্রার্থী হিসেবে মোস্তাাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেওয়া হয় । এই হুঁশিয়ারি অমান্য করে এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ এবং জাপা নেতা সাবেক পৌর মেয়র আবদুর রউফ মানিক মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। রোববার বাছাইয়ের সময় আবদুর রউফ মানিকের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। একই দলের দুই প্রার্থীর কারণে ভোটও ভাগ হবে বলে জাপা কর্মী-সমর্থকরা জানিয়েছেন।
জাপার দুই মেয়র প্রার্থী হওয়ায় এর সমর্থকরা লাঙ্গল মার্কা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেবিদ্রোহী প্রার্থী নিয়ে কোন্দল কাজে লাগাতে পারলে নৌকা ও ধানের শীষের প্রার্থী নির্বাচনে ভাল ফল করতে পারতেন। এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, দল আমাকে মনোনয়ন না দিলেও আমি এরশাদের পরিবারের সদস্য হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনিও বলেন, এরশাদভক্তরা তার সঙ্গে রয়েছেন। নির্বাচনে তিনিই জয়ী হবেন।