সতীর্থর বিয়ে বলে কথা! বিয়ে বাড়ি আর নাচ হবে না সেটা তো হতে পারে না। তার উপর বর প্রসিদ্ধ ক্রিকেটার আর নতুন বউ বলিউড অভিনেত্রী। এমন দম্পতির বৌভাতেই আর কেউ যাক না যাক, বিরাট-আনুশকা তো মাস্ট। হয়েছেও তাই।
সোমবার মুম্বইয়ের তাজ প্যালেসে গ্র্যান্ড রিসেপশন পার্টি হয়ে গেল জাহির খান ও সাগরিকা ঘাটগের। গত ২৩ নভেম্বর সকালে একেবারেই সাদামাটা রেজিস্ট্রি ম্যারেজ সেরেছিলেন দু’জন।
বিয়েতে জাঁকজমক খুব বেশি না হলেও, তা পুষিয়ে দেওয়া হয়েছে রিসেপশনের রাতে। আহা! সে কী নাচ! নবদম্পতির সঙ্গে ভাংড়া ডান্সে পা মেলাতে দেখা গিয়েছে ইন্ডিয়ান অধিনায়ক বিরাট কোহালি ও তার প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। সঙ্গে ছিলেন যুবরাজ সিং এবং তার স্ত্রী হেজেল কিচও। বাদ যাননি ভারতীয় ক্রিকেটের প্রিয় ‘নেহরাজি’ অর্থাৎ আশিস নেহরা।
জাহির-সাগরিকার রিসেপশনে কোহলি আনুশকার নাচ দেখেখুশি তাদের অসংখ্য ভক্ত। সেই নাচের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল। ভক্তদের মনে এখন প্রশ্ন, কোহলি আনুশকার চার হাত এক হচ্ছে কবে?