• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

‘যেকোনো দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী যেকোনো দাবি আদায়ের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের মান-মর্যাদা আরো বৃদ্ধি পাবে। সাংবাদিক সমাজের যেকোনো দাবি আদায় করাও সম্ভব হবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন-২০১৭ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‘বর্তমান সরকার সাংবাদিক-বান্ধব এবং এ সরকারের প্রধানমন্ত্রীও সাংবকিদের ন্যায্য দাবির প্রতি খুবই আন্তরিক’- এ কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন। তিনি সাংবাদিকদের সমস্যা সমাধানের ক্ষেত্রে সবসময়ই সংবেদনশীল।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বেতন-ভাতা থেকে শুরু করে সাংবাদিকদের কল্যাণ ফান্ড প্রধানমন্ত্রীর হাত দিয়ে হয়েছে এবং সাংবাদিকদের প্রাণের দাবি আবাসনের ব্যাপারেও তিনি অত্যন্ত আন্তরিক।
তিনি বলেন, ওয়েজ বোর্ড থেকে শুরু করে যেকোনো দাবি আদায়ের ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ