• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ছবি : সংগৃহীত

শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশায় আচ্ছন্ন চারদিক। গত দুদিন ধরে তাপমাত্রার পারদ নিম্নমুখী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডি‌গ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান।

তিনি বলেন, শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের ফলে শীত বেড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শ্রীমঙ্গলে সকাল ৯টায় ৮ দশমিক ৯ ডি‌গ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল এই অঞ্চলে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকায় এবং সূর্যের উষ্ণতা থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি রয়েছে।

শীতের তীব্রতা বাড়ায় জেলার চা বাগান ও হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষরা পরেছেন বিপাকে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা জানান, ‘এ বছর ১০ হাজার কম্বল, দুই দফায় ২১ লাখ ও সাড়ে ২৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এগুলো বিতরণ শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ