গাবতলী (বগুড়া) প্রতিনিধি: ২৩ ডিসেম্বর বগুড়ার গাবতলীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলাকোপা আতবজান উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নার্সারি থেকে ৫ ম শ্রেণীর ১৫০০শত শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সকাল ১১ থেকে দুপুর ১২ টা প্রর্যন্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন কিন্ডার গার্ডেন এসোসিয়েশন শাখার সভাপতি আব্দুল মমিন, সহ-সভাপতি আবু সুফিয়ান, মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মনির ইসলাম,সাংগঠনিক সম্পাদক তুহিন, অর্থ সম্পাদক সালাউদ্দিন,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, ক্রিড়া প্রতিযোগিতায় বিষয়ক সম্পাদক পায়েল,অফিস বিষয়ক সম্পাদক শাকিল প্রমূখ।