• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

শাহরুখের ওপরই ইভাঙ্কার ডিনারের দায়িত্ব, যা খাওয়াচ্ছেন

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ভারতে এসেই মন জিতে নিয়েছেন মার্কিন অধিপতির কন্যা। ট্রাম্প কন্যা ইভাঙ্কায় মুগ্ধ স্বয়ং মোদীও। এবার পালা ট্রাম্পকন্যার মন জয়ের।
প্রথমেই রাজকীয় অভ্যর্থনায় ইভাঙ্কাকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘ বক্তৃতায় মার্কিন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের আলোচনাও হয়েছে তাদের।
এবার পালা গ্র্যান্ড ডিনারের। বলিউড কিং শাহরুখ খানের ওপরই দায়িত্ব পড়েছে ইভাঙ্কার মন জয়ের। দায়িত্ব পেয়ে তা কাজে লাগাতে উৎসুক শাহরুখও। হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে রয়েছে ভুড়িভোজের আয়োজনও।
ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকার কথা বলিউডের একঝাঁক তারকার। ইভাঙ্কার জন্য কী রয়েছে স্পেশ্যাল মেনুতে, কী কী থাকছে তার জন্য!
ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে জানা গেছে, ইভাঙ্কার জন্য রাখা হয়েছে মোরগ পিস্তা কা সালান, সীতাফল কুলফি, দই কে কাবাব, গোস্ত সিকমপুরি কাবাব এবং কুবানি কে মালাই কোফতা। বলিউড লাইফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ