• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

‘জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষ গাছ উপড়ে ফেলতে হবে’

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-খালেদা চক্র হচ্ছে জঙ্গিবাদের কারখানা এবং সাম্প্রদায়িকতার বিষের গাছ। আর জঙ্গি-জামায়াত-রাজাকারেরা এর ডালপালা। তাই স্থায়ী শান্তির জন্য ডালপালা ছাঁটলেই হবে না, জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষের গাছ উপড়ে ফেলতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ঢাকা বিভাগীয় (উত্তর) প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক রাজনীতির ওপর দেয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-খালেদা চক্র দু’টি মহাচক্রান্তের হোতা। নির্বাচন বানচাল করে ভূতের সরকার প্রতিষ্ঠা আর রাজাকারের পুনঃপ্রতিষ্ঠার এ দুই চক্রান্ত প্রতিহত করতে জাসদ সামনে রয়েছে। জাসদই এই চক্রের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ও স্পষ্টবাদী।
প্রতিনিধিদের কাছে জাসদের অবস্থান তুলে ধরতে হাসানুল হক ইনু বলেন, জঙ্গিমুক্ত শান্তি ও উন্নয়নের দেশ গড়তে শেখ হাসিনার সঙ্গে ঐক্য আর খালেদা জিয়াকে বর্জন করেছে জাসদ।
দলীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, এডভোকেট রবিউল আলম, জায়েদুল কবির, আব্দুস সাত্তার, আফরোজা হক রীনা, মাহবুবা আক্তার লিপি প্রমুখ সভায় বক্তৃতা করেন। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ