• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

পাটকেলঘাটার কুমিরায় সরকারি গাছ কাটার অপরাধে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গোলাম রব্বানী তালা উপজেলা সংবাদদাতা:- সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে সরকারী রাস্তার পাশের প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের শিশু গাছ কাটার সময় হাতেনাতে ১জন কে গ্রেফতার করে তালা উপজেলা সহকারী কমিশনার(ভুমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র মোঃ আব্দুল্লাহ আল আমিন। আটককৃত গাছের ব্যাপারী মোঃ হালিম সরদার কে পুলিশে সোদর্প করেন তিনি । সূত্রে জানা যায় ৯ ডিসেম্বর সোমবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামের গ্রেফতারকৃত আসামি সরকারি গাছ কর্তন করা শুরু করে। এ সময় সাংবাদিকরা সরকারি গাছ কাটার বৈধ কোনো কাগজ পাতি আছে কিনা জানতে চাইলে হালিম বেপারী সাংবাদিকদের উপরে চড়াও হন। উত্যক্ত ভাষায় সাংবাদিকদের কাঠের তলে দিয়ে মেরে দেওয়ার হুমকি দেন।

১১ ডিসেম্বর বুধবার পুনরায় গাছ কাটা শুরু করিলে এ ঘটনা পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কে অবহিত করিলে দ্রুত অভিযানে নেমে অবৈধভাবে সরকারি গাছ কাটার অপরাধে গ্রেফতার করেন কাঠ ব্যবসায়ী হালিম সর্দারকে। সরকারী গাছ বিক্রয়ের অভিযোগে বকশিযা গ্রামের মকবুল মোড়রের পুত্র আব্দুল হালিম মোড়লের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ গাছ কাটার সরমজাম জব্দ করা হয় । এ সময় গাছ কাটার কাজে দৈনিক মজুরি হিসেবে নিয়োজিত তিনজন শ্রমিককে মুচলিকা নিয়ে ছেড়ে দেন। এ দিকে সরকারী রাস্তার উপর থেকে গাছ কাটার বিষয়ে গাছ বিক্রেতা কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা নাম ভাঙ্গিয়ে এই অপকর্ম করেন তিনি।

এ বিষয়ে কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফার নিকট গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকেদের জানান এ বিষয়ে আমি কিছু জানি না। আমার নাম ভাঙ্গিয়ে এগুলো করছে। তবে তারা অন্যায় করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা উচিৎ। এ সময উপস্হিত ছিলেন সরুলিয়া ও কুমিরা ভূমি তোহশীলদার বাবু তারক নাথ মন্ডল,সার্ভেয়ার অলল কান্তি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ