তাকিয়া তাসনিম নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) এই শিক্ষার্থী প্রেমিককে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আত্মহত্যা করেন।
রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের সপ্তম তলায় ৭০০৫ নম্বর কক্ষে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাকিয়া।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হলের ৭০০৫ নম্বর কক্ষটিতে একাই ছিলেন তাকিয়া। প্রেমিকের সাথে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই তিনি গলায় ফাঁস নেন। তখন প্রেমিক ওই ছাত্রীর বান্ধবীদের ফোন করে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসককে হলে আনা হলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এরপর সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া থানা পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশটি নিয়ে যান।
পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, আমরা প্রাথমিকভাবে নিহত শিক্ষার্থীর তথ্য নিয়েছি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। নিহতের পরিবার এবং হল প্রাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে তার ময়নাতদন্ত করা হবে। তারা অনুমতি না দিলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।