রংপুর প্রতিনিধি॥
রংপুর আইনজীবী সমিতির সাবেক সাঃ সম্পাদক ও বাংলাদেশ কৃষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ সামসুজ্জামানের বুধবার রাতে রংপুর মেডিক্যালকলেজ হাসপাতালে বার্ধক্য জনিত ইন্তেকাল করেন ।ইন্নলিল্লাহ —রাজেউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর । তিনি ছিলেন চীরকুমার ।
বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর গ্রামে পুলিশের গার্ডঅব অনার প্রদান করে। দুপুরে রংপুর বার লাইব্রেরীর মাঠে দ্বিতীয় জানাজা হয় । শেষে মুন্সিপাড়া মুক্তিযোদ্ধা কবর স্থানে দাফন সম্পন্ন করা হয় ।
এর পর দুপুর ১২ টায় জেলা কমিউনিস্ট পার্টি অফিসে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মৃতদেহ নিয়ে আসা হয়। সংক্ষিপ্ত শোক সভার আয়োজন করা হয়। সভা শেষে বাসদ(মার্কবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর নেতৃত্বে মরদেহে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।নেতৃবৃন্দ তার অতীত দিনের সংগ্রামে কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।