রংপুর অফিস॥
রংপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ১০টা দিকে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার হয়ে ঐতিহাসিক কারামতিয়া মসজিদে সমবেত হয় ।
পরে পূনরায় শহর প্রদক্ষিণ করে বরকতিয়া খানকা শরীফে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এতে আলোচনা পেশ করেন, ঈমাম জাকির হোসেন আশরাফি, রেজাইল আশরাফি , সফিয়ার রহমান শফি প্রমুখ। পরে মিলাদ ও মুনাজাত করা হবে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাহারাতে ফুটলো যে ফুল করি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষবিদ রকিবুল আলম , কবি আবু জাফর আব্দল্লাহ, সাংবাদিক মাহবুবুল ইসলাম , আনোয়ারুল ইসলাম প্রমূখ।