ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে প্রেসক্লাবের ২য় বর্ষের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ শামীম খান ও সহ-সভাপতি বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মোঃ জুলহাস উদ্দিন দায়িত্ব গ্রহন উপলক্ষে জাঁকজমক পুর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজ সোমবার (৪ ডিসেম্বর) থানা রোর্ড বাস ষ্ট্যান্ড প্রেসক্লাব ভবনে এই দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়। একই সময়ে ১ম বর্ষের সভাপতি এসিয়ান টিভির ধামরাই প্রতিনিধি মোঃ বাবুল হোসেন ও সহ-সভাপতি মোহনা টিভির প্রতিনিধি মেহেদী ইমাম জান কাউছারকে বিদায়ী শুভেচ্ছা দেওয়া হয়।
এই বরণ-বিদায় অনুষ্ঠানের প্রধান আতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। বিশেষ আতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী-লীগের কৃর্ষি বিষয়ক সাবেক সম্পাদক শফিক আনোয়ার গোলশান, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ আবু সাঙ্গদ, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সিআইপি), উপজেলা আওয়ামী-লীগের আইন বিষয়ক সম্পাদক ত্র্যাডঃ তারেক হোসেন, উপজেলা কৃষক-লীগের সাধারণ সম্পাদক হাজী আঃ গনি, ধামরাই পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমানসহ প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রাধান নির্বাচন কমিশনার ত্র্যাডঃ মোঃ আবুল কালাম(মিজান), নির্বাচন কমিশনার ত্র্যাডঃ মোঃ খলিলুর রহমান মুখর ও ত্র্যাডঃ মোঃ আমিনুর রহমান। এই অনুষ্ঠিানের সভাপতিত্ব করেণ প্রেসকøাবের ১ম বর্ষের বিদায়ী সভাপতি মোঃ বাবুল হোসেন, স্বাগতিক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সমন্নয়কারী দৈনিক ফুলকি পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ আবু হাসান,শুভেচ্ছা বক্তব্য রাখেন দায়িত্ব প্রাপ্ত ২য় বর্ষের সভাপতি দৈনিক যুগান্তর প্রত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ শামীম খানসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধামরাই প্রেসকাøবের সাধারণ সম্পাদক দৈনিক ইনক্লাব পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ আর্নিস-উর রহমান স্বপন। এখানে উল্লেখ্য থাকে যে গত বছরের ২৬ নভেম্বর নির্বাচনে ২য় বর্ষের সভাপতি মোঃ শামীম খান ও ১ম বর্ষের সভাপতি মোঃ বাবুল হোসেন এবং সহ-সভাপতি জুলহাস উদ্দিন ও সহ-সভাপতি মেহেদী ইমাম জান কাউছার সমান সংখ্যক ভোট পান। পরে নির্বাচনের ফলা ফল ঘোষনার পর সমঝোতা ও আলোচনার মাধ্যমে ১ম বর্ষ ও ২য় বর্ষ দায়িত্ব বন্টন করে করে দেওয়া হয়।