বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা এর কচুয়া উপজেলা সদরে প্রতিষ্ঠিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ জন্মদিন পালিত হয়। সোমবার সকালে কলেজ চত্বরে অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, বাগেরহাট মেরিন টেকনোলজি কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম,ওসি রবিউল কবির,কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধাঙ্ক শেখর অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, রাংদিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি মীর ফজলে সাঈদ ডাবলু, বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় চক্রবর্তি, হযরত মা ফাতেমা কারিগরি কলেজের অধ্যক্ষ ফারজানা ফেরদৌসী।এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য শুবোধ চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,এ্যাড.পংকজ অধিকারী, সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান প্রমুখ।এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। সন্ধ্যায় অংকুর শিল্পগোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।