• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

নাহিদ, লিটন ও রিশাদ পিএসএলে কত টাকা আয় করবেন?

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। গতকাল প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের দলে ভেড়ায় তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

নাহিদকে পেশোয়ার জালমি, লিটনকে করাচি কিংস এবং রিশাদকে দলে টেনেছে লাহোর কালান্দার্স।
ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দেন ৩৯ জন ক্রিকেটার। সেখান থেকে মাত্র ৩ জনাই পান দল। সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে নাম লেখানো সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রতি দেখায়নি কেউ আগ্রহ।

জায়গা পাওয়া তিন জনের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন নাহিদ রানা। তাকে ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের দিতে হয় ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা।

অপরদিকে লিটন দাসকে সিলভার ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় করাচি কিংস। এই ক্যাটাগরিতে ২৫ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হয়। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা আয় করবেন লিটন। একই পরিমাণ আয় করবেন লাহোর কালন্দার্সে জায়গা পাওয়া বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন।

পিএসএলের দশম আসরের পর্দা উঠবে আগামী এপ্রিল মাসের ৮ তারিখ। মে মাসের ২৯ তারিখ করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে আসরটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ