রংপুর প্রতিনিধি॥
শহীদ শেখ ফজলুল হকের ৭৮ তম জন্ম বার্ষিকী ও রসিক নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর পক্ষে নেতা কর্মীদের কাজ করার আহবানে গতকাল সোমবার রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুরের দমদমা লক্ষন পাড়া এলাকায় মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম। মহানগর যুবলীগ নেতা জামাল মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও রংপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম, মিঠাপুকুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান, জেলা যুবলীগের আহবায়ক এইচ এম রাশেদুন্নবী জুয়েল, মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি জুয়েল রানা বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুল ইসলাম আনিছ, শ্রমিকলীগের নেতা সিরাজুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, পার্ভেজ, নাসির উদ্দিন শামীম, আবু বক্কর সিদ্দিক, শ্যামল গোস্বামী, এ্যাড. সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পুত্র রিয়াজ আহমেদ হিমেল রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পূণরায় পিতার পক্ষে ভোট প্রার্থনা করেন। আলোচনা শেষে শহীদ শেখ ফজলুল হকের ৭৮ তম জন্ম বার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা ও উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।