চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি এবং তৎকালীন ভারতীয় কোচ অনিল কুম্বলের সম্পর্ক তিক্ত হলেও কোহলির রিসেপশনে এসে ক্রিকেট জগতের অনেককেই চমকে দিয়েছেন কুম্বলে।
মঙ্গলবার মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে আয়োজিত রিসেপশনে স্ত্রী চেতনাকে নিয়ে হাজির হন ভারতের সেরা লেগ স্পিনার কুম্বলে।
কোহালির রিসেপশনে কুম্বলের ছবি প্রকাশ্যে আসতেই একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা। অনেকে তো বিশ্বাসই করতে পারেননি এই দৃশ্য।
কুম্বলে রিসেপশনে ছবি দেখা মাত্রই সেটিকে ব্রেকিং নিউজ হিসেবে টুইট করে এক জন লেখেন, ‘ব্রেকিং নিউজ। অনিল কুম্বলেও উপস্থিত রিসেপশনে।’
কুম্বলেকে আমন্ত্রণ করায় কোহালির প্রশংসা করে এক ভারতীয় সমর্থক লেখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এমন অনেক কিছুই ঘটেছে যেটা হওয়া হয়তো উচিত ছিল না। কিন্তু যাই হোক এটা দেখে ভাল লাগছে যে কোহালি বিয়ের রিসেপশনে কুম্বলেকে আমন্ত্রণ জানিয়েছেন।’