উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধু শারমিন খাতুন (২৪) খুন হয়েছে। উপজেলার লাহিড়ীমোহনপুর ইউনিয়নের মিরপাড়া গ্রামের বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠিয়েছে। জানা গেছে, গৃহবধু শারমিন খাতুন হায়দার হোসেনের স্ত্রী ও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। প্রায় বছর সাতেক আগে তাদে বিবাহ হয়। সাম্প্রতিক সময়ে দাম্পত্য কলহে প্রায়ই ঝগড়া বিবাদ হত। এর জেরে ভোর রাতে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ছুরিকঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক বলে জানানো হয়। উল্লাপাড়া মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।