সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান, ক্যাটরিনা কাইফের ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির পর পাঁচদিন যেতে না যেতেই পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমা ধুন্ধুমার ব্যবসা সফলতা অর্জন করেছে।
ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, মুক্তির পর পাঁচদিন না পেরতেই ১৭৩ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সালমান অভিনীত টাইগার জিন্দা হ্যায়।
জানা গেছে, মুক্তির দিনই ৩৪ কোটি রুপির ব্যবসা করে টাইগার জিন্দা হ্যায়। এরপর সময় যত বেড়েছে, ব্যবসার আকার তত বেড়েছে ওই সিনেমার।
‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল হিসেবে ‘টাইগার জিন্দা হ্যায়’র কাস্টিং শুরু করেন আলি আব্বাস জাফর। সালমান খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি ওই সিনেমায় রয়েছেন আদিত্য চোপড়াও।