• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হৃদয় সাহা’র মুক্তির দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কনক ক্বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি সোহাগ পাটোয়ারী, যগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ  হীরা, লক্ষ্মীপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা হৃদয় সাহা’র নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় হত্যা মামলার আসামী অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের যগ্ম আহবায়ক হৃদয় সাহাকে গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী । বর্তমানে ওই ছাত্রলীগ নেতা জেলহাজতে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ